কীভাবে সহজেই denguefreedhaka.net এ রক্তের সন্ধান করবেন?
Step 1: ওয়েব ব্রাউজার থেকে www.denguefreedhaka.net এ গিয়ে Request For Blood Now বাটনে ক্লিক
করবেন। এছাড়া ডান পাশের ড্রপডাউন থেকেও Request এ ক্লিক করে রক্তের সন্ধান করার প্রক্রিয়া শুরু
করতে পারবেন।
Step 2: Request For Blood Now বাটনে ক্লিক করলেই একটি ফর্ম চলে আসবে। সেই ফর্মে রক্তের গ্রুপ,
কোন হাসপাতালে রক্ত দিতে হবে, ঠিকানা, যোগাযোগের জন্য ফোন নম্বর, কয় ব্যাগ রক্ত লাগবে এবং
যোগাযোগের ব্যক্তির নাম পূরণ করতে হবে। সবকিছু পূরণ হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
Step 3: সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রক্তের চাহিদাটি ওয়েবসাইটের হোমপেজে সব তথ্যসহ দেখা
যাবে। সেখান থেকে তথ্য নিয়ে রক্তদানে আগ্রহী ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করবেন।
Step 4: www.denguefreedhaka.net এ রক্তের সন্ধান করার আগে অবশ্যই Terms & Conditions পেজটি
ভিজিট করে শর্তগুলো জেনে নেবেন।