শর্তাবলি

  • এই প্ল্যাটফর্ম থেকে পাওয়া যেকোনো রক্তদাতার রক্ত ব্যবহারের আগে অবশ্যই হাসপাতাল থেকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে নিতে হবে। এসব পরীক্ষার মাধ্যমে সেই রক্ত ব্যবহারের জন্য নিরাপদ কি না, তা রক্তগ্রহীতাকেই নিশ্চিত হয়ে নিতে হবে। রক্ত নেওয়ার আগে রক্তগ্রহীতা ও রক্তদাতা—উভয়কেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
  • রক্তের সন্ধানে পোস্ট করার আগে অবশ্যই চিকিৎসকের থেকে রক্তের গ্রুপ, রক্ত দেওয়ার সময়-স্থান নিশ্চিত হয়ে নিতে হবে।
  • রক্ত সন্ধানে পোস্ট করার জন্য প্ল্যাটফর্ম থেকে সরবরাহ করা ফর্মটি যথাযথভাবে পূরণ করতে হবে। রক্তের গ্রুপ, ঠিকানা, যোগাযোগের নম্বর ভুল হলে সঠিক রক্তদাতার সন্ধান না পাওয়া যেতে পারে।
  • এই প্ল্যাটফর্ম ঢাকার ডেঙ্গু আক্রান্ত রোগীদের রক্তের চাহিদার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি রক্তগ্রহীতা ও রক্তদাতা—উভয়ের ব্যবহার উপযোগী একটি প্ল্যাটফর্ম। ডেঙ্গু আক্রান্ত রোগীর জন্য যেন সহজেই, একটি প্ল্যাটফর্ম ব্যবহার করে রক্তদাতা খুঁজে পাওয়া যায়, সে উদ্দেশ্যেই এর জন্ম। কিন্তু রক্তের চাহিদা জানালে তা শতভাগ পূরণের নিশ্চয়তা এই প্ল্যাটফর্ম দেয় না।
  • এই প্ল্যাটফর্মটি সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মানবসেবায় পরিচালিত। রক্ত দেওয়ার কথা বলে এই প্ল্যাটফর্মের নাম ভাঙিয়ে কেউ টাকা দাবি করলে, রক্ত দেওয়ার আগেই বিকাশে টাকা চাইলে, তা দেওয়া থেকে বিরত থাকার জন্য রক্তগ্রহীতাদের অনুরোধ করা হচ্ছে। এ ধরনের প্রতারণার কোনো দায় এই প্ল্যাটফর্ম নেবে না।
  • রক্তদাতাদের সাথে মানবিক, সৌহার্দ্য ও সহযোগিতাপূর্ণ আচরণের জন্য রক্তগ্রহীতাদের অনুরোধ জানাচ্ছি আমরা।
  • নিরাপত্তার কথা বিবেচনা করে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ছাড়া অন্য কোনো ঠিকানায় রক্তদাতাকে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
  • রক্তদানের আগে রক্ত দেওয়ার উপযুক্ত কি না এবং রক্ত দেওয়ার পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য রক্তদাতাকে অনুরোধ করা হচ্ছে।